জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ ও অন্তত ২০টি কুকুর বন্ধ্যাকরণ করা দেওয়া হয়েছে।
পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে অ্যাগ্রোভেট বায়ো সলিউশনের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২ অক্টোবর) সকালে সংগঠন সূত্রে এতথ্য জানা যায়। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা দেওয়া হয়।
এছাড়াও অসুস্থ কুকুর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসা দেওয়া হয়। এ টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে।