জাতীয়করণকৃত ৪১ জনকে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ

Image

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে সহকারী শিক্ষকের পরিবর্তে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রিটের চুড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেন।

আরো পড়ুন: ১৫৯ এটিও নিয়োগে জটিলতা কাটলেও আবেদন গ্রহণে স্থবিরতা

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, এ রায়ের ফলে রিটকারী ৪১ জনের প্রধান শিক্ষক হিসেবে গেজেট পাওয়ার আইনি পথ সুগম হয়েছে। রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন।

মো. সোহাগ হোসেন, আবুল কাশেম, মোসা. কুলসুম, তপন কুমার হাওলাদার, শাহ ওয়ালিউল ইসলমসহ বিভিন্ন বিদ্যালয়ের ৪১ শিক্ষক এ রিটটি দায়ের করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।