জবির ১৪ শিক্ষার্থীকে বহিস্কার

Image

জবি প্রতিনিধি,২৫ জানুয়ারী ২০২৩: বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন। অভিযুক্ত সব শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৬১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শাস্তির আওতায় আসা শিক্ষার্থীরা হলেন— হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের জান্নাতুল মাওয়া সাথী, একই বিভাগের ২০১৬-১৭ সেশনের মো. রফিকুল হাসান, সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের সানজিদা শারমিন, দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের ইকবাল হোসেন শরীফ, নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের মো. রনি মিয়া ও ২০২০-২১ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেহানা খাতুন, আকাশ মণ্ডল, মো. শাকিল খান, লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইমনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারজানা আক্তার মুক্তা, হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রেজওয়ান করিম সংশ্লিষ্ট কোর্সে বহিষ্কার, আইন বিভাগের প্রফেশনাল কোর্সে ২০২২-২৩ সেশনে আশিকুল ইসলাম নাসিমের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৪ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।