জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে দখল করে রেখেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ও বাঁশ দেখা যায়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রায়সাহেব বাজার ঘুরে তাঁতিবাজার মোড় অবরোধ করে।
More: বৃহস্পতিবারের সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত
পরবর্তীতে তাঁতিবাজার মোড় থেকে ঘুরে রায়সাহেব বাজার হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেয় তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে থেমে থেমে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ অরাজকতা চালাচ্ছে। কোটা আন্দোলনের যৌক্তিক দাবিতে তারা বাধা দিচ্ছে এবং শিক্ষার্থীদের মারধর করছে। অনেক ক্যাম্পাসে শিক্ষার্থীরা হামলা মামলার শিকার হয়েছে। আমরা এই অরাজকতা রুখে দিতে চাই।