নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষক নামধারী কিছু লোক জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের শিক্ষক হিসেবে রাখা যাবে না।
তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের নামে কিছু নামধারী শিক্ষক রয়েছেন, যারা জঙ্গিবাদের মতো ভয়াবহ কর্মকাণ্ডে সরাসরি জড়িত রয়েছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে।
জঙ্গি কর্মকাণ্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ বৈঠক হয়।
এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।