সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এক কলেজ ছাত্রীকে নির্যাতনের ঘটনায় সদর থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন জানান, ছাত্রলীগে বখাটেদেরে কোন স্থান নেই। কলেজ ছাত্রীকে যৌন হয়রানি ও মারপিট করে সাদ্দাম দলের শৃংখলা ভঙ্গ করেছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে কলেজ ছাত্রীকে নির্যাতন করায় সিরাজগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, কলেজ ছাত্রীকে প্রকাশ্যে মারপিট করার ঘটনায় উপাধ্যক্ষ গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় নারী নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। ইতিমধ্যে সাদ্দামকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত,গত মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ভবনের সামনে পোষাক পরিহিত অবস্থায় কুচকাওয়াজ করছিলেন বেশ কয়েকজন ছাত্রী।
এ সময় পাশে দাড়িয়ে সদর থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাদ্দাম তাদের কটুক্তি করেন। এতে একাদশ (বিজ্ঞান) দ্বিতীয় বর্ষের এক ছাত্রী প্রতিবাদ করলে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে তাকে উপুর্যপুরি চর থাপ্পর মেরে পালিয়ে যায়। বিকেলে দত্তবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ সাদ্দামকে আটক করে।