চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ০২-১১-১৩ঃচুয়াডাঙ্গার-জীবননগর মহাসড়কের সন্তোষপুর বয়ারগাড়ী নামক স্থানে স্বশস্ত্র ছিনতাইকারীরা মোটরসাইকেল গতিরোধ করে নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন সহ একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টায় দামুড়হুদা উপজেলার দর্শনা ষ্টেশন পাড়ার ঢাকাগামী জে আর পরিবহনের সুপারভাইজার ডাবলু ও তার সহযোগী জীবননগর উপজেলার বিদ্যুৎ দর্শনা থেকে মোটরসাইকেল যোগে জীবননগর যাওয়ার পথে সন্তোষপুর বয়ারগাড়ী নামক স্থানে পৌছালে ৭/৮ জন স্বশস্ত্র ছিনতাইকারী রাস্তার দু’পাশে গাছে সাথে দড়ি বেধে তাদের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ৪ টি মোবাইল সেট ও একটি ১২৫ সিসি ডিসকভারী মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের অতিসত্বর গ্রেফতার সহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে। ##