চুয়াডাঙ্গা প্রতিনিধি, ২৮ এপ্রিল:
চুয়াডাঙ্গায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য তাদের তালিকা তৈরির কাজ চলছে।
আজ শুক্রবার বাদ জুমা চুয়াডাঙ্গার কোর্ট জামে মসজিদে লিফলেট বিতরণ এবং ১৩ জন ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করতে দেখা যায়।
চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলাকে ভিক্ষুকমুক্ত করতে আজ বাদ জুমা জেলা শহরের মসজিদে মসজিদে ভিক্ষুকদের তালিকা প্রণয়নের কাজ করা হয়েছে।
তিনি আরো জানান, জেলায় অনেক অভ্যাসগত ভিক্ষুক রয়েছেন, যারা ভিক্ষার পেশা ছাড়ছেন না। বর্তমানে তাদের তালিকা করা হচ্ছে। এই তালিকা তৈরি শেষে তাদের পুনর্বাসন করা হবে।
সরকারের উদ্যোগ সফল করতে গোটা জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।