চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ২টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর কাজীবাড়ি মাটির গর্ত থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার এরশাদপুর গ্রামের কাজীবাড়িতে সীমানা প্রাচীর দেয়ার জন্য গর্ত খনন করলে ২টি গ্রেনেড দেখতে পায় শ্রমিকরা। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড দু’টি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে এ গ্রেনেড দু’টি পুতে রেখেছিল পাকিস্তানি শাসক বাহিনী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার এরশাদপুর গ্রামের কাজীবাড়িতে সীমানা প্রাচীর দেয়ার জন্য গর্ত খনন করলে ২টি গ্রেনেড দেখতে পায় শ্রমিকরা। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড দু’টি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে এ গ্রেনেড দু’টি পুতে রেখেছিল পাকিস্তানি শাসক বাহিনী।