চুয়াডাঙ্গার ভালাইপুরে মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
নিহত বৃদ্ধা শান্তনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড় এলাকার মৃত. আকবর আলীর স্ত্রী।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আব্দুল মজিদ বলেন, সকালে আমি ও মা একসঙ্গে নাশতা করেছি। এরপর আমি বাজারে চলে আসি। পরে জানতে পারি কোন প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হয়েছিলেন আমার মা। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় আমরা দ্রুত মাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।
তিনি আরও বলেন, মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার আগেই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃদ্ধা শান্তনা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল তার পরিবারকে। এর ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।