নিজস্ব প্রতিবেদক,৪ আগষ্ট : চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে এবং একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়।
কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন করে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক হারূন-অর রশিদ বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে। নবম সংসদের নির্বাচনের আগেও চাকুরিতে আবেদনের বয়স বাড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাস্তবে তার সুফল এদেশের উচ্চ শিক্ষিত ছাত্ররা এখনো লাভ করেনি। তাই আসছে নির্বাচনের আগেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সবুজ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কামরুন নাহার ঝুমা, যুগ্ম আহ্বায়ক রীপা প্রমুখ।