চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো জড়ো হচ্ছেন শাহবাগে

Image

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। তবে সকাল সাড়ে ১১টায়ও তাদের অবস্থান নিতে দেখা যায়নি। পরে দুপুর ১২টা থেকে জড়ো হতে শুরু করেন তারা।

আন্দোলনে অংশগ্রহণকারী মো. হারুন জানান, বর্তমান তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তবে শাহবাগ মোড় অবরোধ করবেন কিনা বা পরবর্তী কর্মসূচি কী হবে তা নির্ভর করছে আন্দোলনকারীদের উপস্থিতির ওপর।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করেন রাখে তারা। এরপর ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে যান আন্দোলনকারীরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।