চবি প্রতিনিধি, ১০ জানুয়ারি, ২০২৩:
চারবার মেধা তালিকা প্রকাশের পরও এখনো ফাঁকা রয়েছে ২৩৮টি আসন। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।
আরো পড়ুন:জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩১ জানুয়ারি
তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিচালনা কমিটির ১৩তম সভায় এ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কিছু আসন ফাঁকা থাকায় জানুয়ারির মধ্যেই নতুন মেধা তালিকা প্রকাশ করে এ ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।