চবি প্রতিনিধি,১২ এপ্রিল ২০২৩: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। ভর্তি আবেদনের শেষ সময় ছিল আজ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া আবেদনের শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
আরো পড়ুন: রাবিতে চূড়ান্ত ভর্তি আবেদন ৩৫ হাজার ছাড়াল
বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। এবারও ক্যাম্পাসেই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চবিতে আগামী ১৬ মে ভর্তি পরীক্ষা শুরু হবে, শেষ হবে ২৫ মে। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।