চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
আসনটিতে মনোনয়ন বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন ও লায়ন মোহাম্মদ ইমরান ও বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।
আরো পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
রিটার্নিং কার্যালয় থেকে জানা যায়, দিদারুল আলম আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেও দলীয় পদের কোনো কাগজপত্র জমা দেননি। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের ১ শতাংশ জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিল। আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমরানের ১ শতাংশ জনসমর্থনের তালিকা ভুল ছিল। এছাড়া বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেননি।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১১ আসনটি গঠিত। এটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিদারুল আলম নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। তার স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুনের। তিনি সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। যাচাই-বাছাই শেষে আসনটিতে তিনিসহ মোট ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।