‘বর্তমান বিশ্বে ধর্মান্ধতা, বস্তুগত ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিভর ইহলৌকিক-পরলৌকিক উন্মত্ততার দ্বন্দ্ব নিরসণে বৈচিত্র্য ও বহুত্বের মধ্যে পরম সত্ত্বা বা ঐক্যের সন্ধান করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব (জিসি দেব)। তার সমন্বয়বাদী শান্তির দর্শন পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে।’
গোবিন্দ চন্দ্র দেবের (জিসি দেব) ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রে অনুষিবঠত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশীদ। মূল প্রাবন্ধিক একই বিভাগের অধ্যাপক ড. রওশন আরার অনুপস্থিতিতে প্রবন্ধ পাঠ করেন তিনি। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অনারারী অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম প্রমুখ।