ডেস্ক – পুলিশ ও কথিত আইএস এর ওয়েবসাইটে প্রকাশিত পাচ জন জঙ্গির মধ্যে একজনের পরিচয় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন নর্থ সাউথ ভার্সিটির সাবেক ছাত্র নির্ব্রাস ইসলাম । নির্ব্রাসকে নিয়ে এই মুহুর্তে সামাজিক মাধ্যম গুলো তোলপাড় ।
নিহতের ছবি প্রকাশের পর পরেই তার বন্ধুরা ফেসবুকে নির্ব্রাসের ফেসবুক প্রফাইল থেকে আগের কিছু ছবি শেয়ার করতে থাকেন। নির্ব্রাসের ফেসবুক আইডি থেকে জানা যায় স্কুল পড়েছেন ঢাকার ইংরেজি মিডিয়ামের টার্কিস হোপে ।
ব্যাচেলর করেছেন নর্থসাউথ ভার্সিটি থেকে। এরপর মালয়েশিয়াতেও কিছুদিন পড়ালেখা করেছেন। কম বয়সে আধুনিক মনা থাকলেও কিছু দিন থেকে ধর্ম-কর্মের প্রতি আগ্রহ দেখা যায়।
উচ্চবিত্ত পরিবারের সন্তান নির্ব্রাস মেয়েদের সাথে মেলামেশার বেশ কিছু ছবিও আপলোড করেছেন ফেসবুক পেজে ।
গত ১৫ জানুয়ারি ২০১৫ তিনি একটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় নায়িকা শ্রদ্ধা কাপুরের সাথে নাচরত অবস্থায়।