গুচ্ছ ভর্তি: মানবিকের পরীক্ষায় ভালো করার সহজ উপায়

Image

নিরলস পরিশ্রম যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি সিটের প্রতি, তাহলে যেন গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয় তার অস্তিত্ব টা বড় করেই জানান দেয়।

একটি মাত্র পরীক্ষা, সাথে মোটামুটি একটি স্কোর যেন করে দিতে পারে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরন।

আর তাইতো এমন একটি সুযোগ কে হাতছাড়া না করতে চাইলে সর্বশেষ প্রস্তুতি নিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে হবে আগামী শনিবার (২০ মে) বেলা ১২ টায় যখন শুরু হতে যাচ্ছে গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যলয়ের ভর্তি যুদ্ধ।

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

কথায় যে আছে, শেষ ভালো যার, সব ভালো তার।
শেষ টা যদি ভালো করতে হয় তাহলে ভাবতে হবে শেষের রিভিশন মডেল নিয়ে। গুচ্ছে কমন উপযোগী টপিক সমুহ শেষ সময়ে রিভিইস দিয়ে পরিপূর্নতা অর্জনে যেন বাধা না থাকে। তাহলে চলো যাই পর্বে:-

পর্ব-১: মানবন্টন
একটি শিফটে পরীক্ষা নিবে কর্তৃপক্ষ।
যেখানে ১০০ টি প্রশ্নের জন্য থাকছে ১ নম্বর করে সর্বমোট ১০০ নম্বর।
বাংলা-৩৫টি প্রশ্ন,মোট ৩৫ নম্বর
ইংরেজী-৩৫ টি প্রশ্ন,মোট ৩৫ নম্বর
জিকে-৩০ টি প্রশ্ন, মোট ৩০ নম্বর
পাশ মার্ক থাকছে ৪০ নম্বর। নেগেটিভ মার্ক থাকবে। পরীক্ষার সময়সীমা থাকছে ১ ঘন্টা।

পর্ব-২: আসপেক্ট সিরিজের চৌকস গুচ্ছনলেজ টিম কর্তৃক প্রণীত সর্বাধিক কমন উপযোগী চূড়ান্ত সাজেশন

ইংরেজী অংশ: সবচেয়ে বেশি নম্বার পেতে চাইলে সর্বপ্রথম নিমোক্ত টপিক গুলো শেষ সময়ে রিভিশন দাও।
Most Important
Identification of Parts of speech★pronoun Antecedent Agreement★Adjective & Adverb★Subject verb Agreement ★ ★Verb★Modal Verb★Article★Right Form of verb★Narration★Tag Question★Voice
Appropriate Preposition★Transformation of Sentence★Correct Speeling★one Word Substitution★Synonym & Antonym★phrase & Clause
Passage সলভ প্রাকটিস করতে হবে।

বাংলা অংশ:
সর্বাধিক গুরুত্বপূর্ন রিভিশন টপিক
বাংলা উচ্চারনের নিয়ম★বাংলা বানানের নিয়ম★পদ প্রকরণ★সমাস★উপসর্গ★বাক্য প্রকরন★যতি বিরাম চিহ্ন★পারিভাষিক শব্দ★বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ★গুরুত্বপূর্ন শব্দ ও তার অর্থ★বচন★প্রত্যয়★শব্দ★সন্ধি★পুরুষ ও স্ত্রী বাচক শব্দ★কারক ও বিভক্তি★সমার্থক শব্দ★বাগধারা★এক কথায় প্রকাশ★
সাথে গদ্য, পদ্য ও সহপাঠ শর্ট সিলেবাস গুলো দারুন ভাবে রিভাইস দিবে।

সাধারন জ্ঞান অংশ:
যেখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ্ :
বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও ভূ-প্রকৃতি,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা,
বাঙালি সংস্কৃতি ও অন্যান্য,বাংলাদেশের জাতীয় অর্জন,বাংলাদেশের বিখ্যাত ব্যাক্তি বর্গ,এশিয়া ও ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি,
খেলার জগৎ,বৈশ্বিক সংগঠন সমূহ,
প্রাচীন বাংলার ইতিহাস,বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস,বাংলাদেশের সংবিধান,দেশের অর্থনীতি,পূর্নরুপ,বাংলাদেশের জনসংখ্যা শিক্ষা ও স্বাস্থ্য,বৈশ্বিক সাহিত্য ও সাহিত্যকর্ম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,বৈশ্বিক সভ্যতা।

পর্ব: ৩ তোমার প্রস্তুতির সহায়ক শিক্ষা উপকরন সমূহ

প্রথমত তোমার কাছে থাকা যেকোন বেসিক বই বা আসপেক্ট সিরিজের ভার্সিটি সল্যুশন(মানবিক বিভাগ) বই থেকে উপরোক্ত টপিক গুলো পড়ে ফেল সাথে বিগত বছরের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুলি প্রাকটিস ও ব্যাখ্যা সহ পড়ে শেষ করো।

এরপর প্রস্তুতিকে গোছাতে এবং টাইম ম্যানেজমেন্ট করতে গুচ্ছ অনুরুপ মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করতে হবে।

সর্বোপরি একটি যুগোপযোগী রিভাইস সেশন কমপ্লিট করার মধ্যে দিয়ে গুচ্ছের একসাথে হাজারও সিটের মধ্যে একটি সিট প্রাপ্তির পথে আরো এক ধাপ তুমি অতিক্রম করলে। তাড়াহুরো নয়, একদম শান্ত থেকে একট ঘণ্টা পরীক্ষায় মননিবেশ করতে পারলে পাবলিকের একটি সিট তোমার ইনশাআল্লাহ্

দোয়া ও ভালোবাসায় সবসময় পাশে আছি

লেখক: বিভাগীয় প্রধান দি নেটওয়ার্ক এন্ড রিসার্স পাবলিকেশনস

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।