গুচ্ছের ফল: আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল

‘বি’ ইউনিটের ফল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

ভর্তি পরীক্ষা শেষে শুক্রবার (০৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ছিলো প্রায় ৯০ শতাংশ। সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন।

আরো পড়ুন: পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা

যবিপ্রবি উপাচার্য বলেন, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।