আগামী শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে । অপরদিকে এখনও ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা না করলেও এবারও সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে থাকে। এদের মধ্যে এ ইউনিট বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য।
গুচ্ছের এ ইউনিটের প্রস্তুতির জন্য বন্দি স্কুল অনলাইনে বিনা মূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্স চালু করেছে।
বন্দি স্কুলের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে পঞ্চম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত, পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ওপর অধ্যায়ভিত্তিক ভিডিও আপলোড করা হচ্ছে। নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমেও পড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্বরুপ দাস বলেন, ‘লাইভ ক্লাসগুলো আগে আমরা ফেসবুকে নিলেও এখন অ্যাপে ট্রান্সফার করেছি। এমসিকিউ কুইজের পাশাপাশি এখন লিখিত পরীক্ষাও নিচ্ছি।
ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা ২০২২ সালে প্রায় ১০০০০ শিক্ষার্থীকে বিনাখরচে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছি। মুলত গ্রামের গরীব ছেলেমেয়েদের জন্য আমাদের এ প্লাটফরম।
২০২২ সালের আলোকে আমরা ২০২৩ সালের বিনাখরচে অনলাইনে এক্সাম ব্যাচ, ভার্সিটি + গুচ্ছ ভর্তি প্রস্তুতি ব্যাচ চালু করেছি।
এ কোর্সে এবার আসন সংখ্যা মাত্র ১০০০০। ফ্রি এক্সাম এবং ভার্সিটি + গুচ্ছ ভর্তি প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে চাইলে ০১৫৫৭৬৩১০৯৭ নম্বরে ফোন করে আসনটি সংরক্ষন করতে হবে।
Course Join link: https://forms.gle/uB2THboTfErEjoMD9
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ও আসন সংখ্যা
প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিজের করে নেওয়ার স্বপ্নে বিভোর হয়ে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ২০২১ সালে ঢাবি ক ইউনিটের ১৭৮১টি আসনের বিপরীতে ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৬২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছিল। বুঝতেই পারছো কতটা প্রতিযোগিতাপূর্ণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট-এ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যা (কোটা সহ) নিম্নরূপ:
অনুষদ/ইনস্টিটিউট | ভর্তির বিভাগ/বিষয় | আসন সংখ্যা |
বিজ্ঞান অনুষদ | পদার্থ বিজ্ঞান | ১০০ |
গণিত
|
১৩০ | |
রসায়ন | ৯০ | |
পরিসংখ্যান
|
৯০ | |
ফলিত গণিত | ৬০ | |
জীববিজ্ঞান অনুষদ | মৃত্তিকা, পানি ও পরিবেশ | ১০০ |
উদ্ভিদবিজ্ঞান | ৭০ | |
প্রাণিবিদ্যা | ৮০ | |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৬০ | |
মনোবিজ্ঞান
|
৮০ | |
অনুজীব বিজ্ঞান | ৪০ | |
মৎস্যবিজ্ঞান | ৪০ | |
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি | ২৫ | |
ফার্মেসী অনুষদ | ফার্মেসী | ৭৫ |
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদ |
ভূগোল ও পরিবেশ
|
৮০ |
ভূতত্ত্ব | ৫০ | |
সমুদ্রবিজ্ঞান | ৪০ | |
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স | ৪০ | |
আবহাওয়া বিজ্ঞান | ২৫ | |
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ | ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৭০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৬০ | |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল | ৬০ | |
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং | ৩০ | |
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ২৫ | |
পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট | ফলিত পরিসংখ্যান | ৫০ |
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট | পুষ্টি ও খাদ্য বিজ্ঞান | ৪০ |
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট | সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট | লেদার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ | |
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং | ৫০ | |
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট | ভৌত বিজ্ঞান – ২২ | ৪১ |
জীববিজ্ঞান – ১৯ | ||
মোট | ১৮৫১ |