গাইবান্ধা প্রতিনিধি: এবার গাইবান্ধায় মাদরাসা শিক্ষার্থীদের পিকনিকের বাস খাদে পড়ে অন্তত দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২৫ জন। নিহতরা হলো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে রাকিব হাসান (১৪) ও আহসান আলীর ছেলে মোকছেদ মিয়া (১৪)। রাকিব ও মোকছেদ ফুলছড়ি উপজেলার খবিরিয়া দাখিল মাদ্রাসার দশম ও সপ্তম শ্রেণির ছাত্র।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-বালাসি সড়কের পুলবন্দির ফলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে খবিরিয়া দাখিল মাদ্রাসার ১০৭ জন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দু’টি বাসে দিনাজপুর জেলার বিনোদন কেন্দ্র ‘স্বপ্নপুরী’তে যায়। সেখান থেকে ফেরার পথে একই দিন রাত সাড়ে ৯টায় পুলবন্দির ফলিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস (ঢাকা-মেট্রো-জ-২৮৯৩) উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের চাপা পড়ে ঘটনাস্থলে রাফিক ও হাসান নিহত হয়। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন দু’জন নিহত ও ২৫ জন আহত হবার কথা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক এহছানে এলাহী গাইবান্ধা সদর হাসপাতালে আহতদের দেখতে যান।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে শিক্ষার্থীরা। যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী বাসটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী নিহত হয়। আহত হয় অর্ধশত।