গরমে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৬ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা তাদের বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।
আরো পড়ুন: তীব্র গরমে এবার মাধ্যমিকের ক্লাস বন্ধ ঘোষণা
বুধবার (৭ জুন) সকালে ক্লাস চলাকালীন ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। পড়ে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, সকালে হঠাৎ করে আমাদের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা তাদের বাসায় নিয়ে যান।
ছাত্রীদের অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, সকালে অনেক ছাত্রী না খেয়ে ক্লাস করতে আসেন। এছাড়া প্রচণ্ড গরম পড়েছে। এই দুটি কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারেন।