ডেস্ক,২৮ ফেব্রুয়ারিঃ
২ মার্চ খোলার পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষাতে প্রাথমিকের (১ম-৫ম) ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। অর্থাৎ এপ্রিল মাসের শেষে ঈদুল ফিতরের ছুটি জন্য আবারও বন্ধ হবে প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, রোববার মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আগের নিয়মে আবারও সশরীরে ক্লাস চালু থাকবে।