খুবি প্রতিনিধি, ১২ এপ্রিল, ২০২৩:
পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি পরিষেবা চালু থাকবে। ছুটি শেষে আগামী ৩০ এপ্রিল থেকে অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে।
আরো পড়ুন: যবিপ্রবিতে ঈদের ছুটি ১২ দিন
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুবি প্রশাসন আরো জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল আগামী ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে হলগুলো আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করার জন্য বলা হয়েছে। আগামী ২৭ এপ্রিল সকাল ৭টা থেকে হলগুলো পুনরায় খুলে দেয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা পূর্ব অনুমতি সাপেক্ষে হলে অবস্থান করলে তাদের সীমিত সেবা দেয়া হবে। এছাড়া মহান মে দিবস উপলক্ষ্যে আগামী ১ মে খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।