খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ডিসিপ্লিন, হল এবং আইডি প্রদান করা হয়েছে। এ ছাড়া মাইগ্রেশনও শেষ হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীদের ডিসিপ্লিন, হল এবং আইডি প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া সকল ধরনের মাইগ্রেশনও গুচ্ছের সিদ্ধান্ত অনুযায়ী সমাপ্ত হয়েছে (২৪ আগস্ট)।
চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য: আইডি সম্বলিত বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) চলবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা সহ) চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।