খুকৃবিতে অনলাইনে পরীক্ষা শুরু

Image

বৃহস্পতিবার (২ আগস্ট) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সব অনুষদের অনলাইনের মাধ্যমে ফাইনাল পরীক্ষার উদ্বোধন করেন খুকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ যথাক্রমে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ, অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ এবং অ্যাগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এবং লেভেল-২, সেমিস্টার ১-এর সব শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে।

ইতিপূর্বে খুকৃবির সব অনুষদের বিভিন্ন সেমিস্টারের ক্লাস ও ক্লাস টেস্ট অনলাইনের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।