খালেদা জিয়াকে আটকে রাখা ঠিক হয়নি: জয়

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। শনিবার (১০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে আটকে রাখা উচিৎ হয়নি।

আরো পড়ুন: ৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ সংখ্যালঘু সম্প্রদায়ের

জয় বলেন, ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগে দেয়া উচিত ছিল। উনি বয়স্ক মানুষ। ওনাকে আটক রাখা ঠিক হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ কেউ অতি বাড়াবাড়ি করেছেন। সেটা ভুল ছিল। আবার দলের কেউ কেউ বাড়াবাড়ি করেছেন। সেটা ঠিক হয়নি। তবে আওয়ামী লীগ সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। ভুল ছিল, আবার সংশোধন করার সুযোগ দিতে হয়। আওয়ামী লীগ সংশোধন করেছে এবং করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না। সেই সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে। এটা ভুল ছিল আওয়ামী লীগ সরকারের। তবে আমি (সজীব ওয়াজেদ জয়) জানার পর বিষয়টি নিজে সেটি ঠিক করার জন্য সুপারিশ করেছি। আমি যেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম, আইসিটি অ্যাক্ট সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।