কোটা সংস্কার আন্দোলনে মাঠে মেডিকেল শিক্ষার্থীরা

Image

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) শিক্ষার্থীরা।

শনিবার (০৬ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শজিমেক গেইট-২, ফিরিঙ্গি চত্ত্বর, ঢাকা-রংপুর হাইওয়ের মেডিকেল কলেজ সংলগ্ন অংশ ব্লক করে মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

আরো পড়ুন: কোটা আন্দোলন নিয়ে মুখে সম্মতি, ক্যাম্পাসে মারমুখী ছাত্রলীগ

এসময় শজিমেকের শিক্ষার্থীরা সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত নানা কর্মসূচি পালন করার কথা বলেন। এসময় আন্দোলন শিক্ষার্থীরা দুটি দাবি জানান।

শজিমেক মিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। এছাড়া ১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।