রংপুর প্রতিনিধি ,৩ ফেব্রু:
রংপুরের গ্লোবাল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে স্কুলশিক্ষক কামরুল ইসলাম সাজু পরিচালিত রাফি কোচিং সেন্টার চালু রাখা হয়। শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে আদর্শপাড়ায় বেসরকারি প্রতিষ্ঠান গ্লোবাল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ ব্যবহার করে ওই কোচিং সেন্টারটির পাঠদান চলছিল। খবর পেয়ে ইউএনও সেখানে অভিযান চালায়। বিষয়টি হাতে-নাতে পড়ায় গ্লোবাল রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সিলাগালা করে দেন। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইউএনও জানান, কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে।