বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুরের গাংনী উপজেলার একটি প্রাথমিক স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে কোনভাবেই স্কুলে পাঠানো যাচ্ছিলোনা।
প্রায় এক সপ্তাহ এভাবে চলার পর অভিভাবকরা কথা বলে জানতে পারেন যে তারা স্কুলে প্রধান শিক্ষকের কাছেই যৌন হয়রানির শিকার হচ্ছে।
খবর পেয়ে এসব শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি বলেন, “প্রধান শিক্ষকের দ্বারা যৌন হয়রানির খবর পেয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলি। তারা জানান, স্কুল ছুটির পর কোচিংয়ের পর প্রধান শিক্ষক কম্পিউটার রুমে নিয়ে তাদেরকে যৌন হয়রানি করে”।
মিস্টার রহমান জানান তিনি পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনকেও জানান।