দেড় বছর পর স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ৪র্থ বর্ষের কৃষি, পশুপালন ও মৎস বিজ্ঞান এই তিন অনুষদের পরীক্ষা সশরীরে শুরু হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা শুরু হয়। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম জাকির হোসেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক এ কে ফজলুল হক ভূঁইয়াসহ আরও অনেকে।
জানা যায়, পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক ও স্যানিটাইজার নিশ্চিত করে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এক সিট পর পর আসনের ব্যবস্থা করা হয়।