কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল

Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কাঠামোর ২০টি পদে রদবদল করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মোহাম্মদ রেজাউল করিমকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার থেকে কাজী নজরুল ইসলাম হলে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে। মো. আমিরুল হক চৌধুরীকে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার থেকে শেখ হাসিনা হলে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে প্রকৌশল অনুষদের ডিন অফিসে এবং রিজোয়ানা করিমকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ডেপুটি রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের ‘ভর্তি বাতিল’ কার্যক্রম বন্ধ

সহকারী রেজিস্ট্রার পদেও পরিবর্তন আনা হয়েছে। মোশারফ হোসেন ভূঁইয়াকে নিরাপত্তা শাখা থেকে পরিবহন পুলে; গাজী মোহাম্মদ আবদুল হান্নানকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে কেন্দ্রীয় লাইব্রেরিতে এবং মোহাম্মদ রহমত উল্লাহকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে প্রকৌশল দপ্তরে সহকারী রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও কামরুল আহসান রুবেলকে রেজিস্ট্রার দপ্তর থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এবং দিলশাদ পারভীনকে এস্টেট শাখা থেকে মার্কেটিং বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে স্থানান্তর করা হয়েছে।

সেকশন অফিসার পদেও রদবদল হয়েছে। মো. ইমাম হাসান প্রকৌশল দপ্তর থেকে কলা ও মানবিক অনুষদের ডিন অফিসে; ওমর ফারুক মামুন কলা ও মানবিক অনুষদের ডিন অফিস থেকে পদার্থবিজ্ঞান বিভাগে এবং নুর মোহাম্মদকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে রেজিস্ট্রার দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে। মাসুদুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।