শিক্ষক বাতায়নে সদস্য হতে গেলে অবশ্যই নিবন্ধন করতে হবে। কেবল নিবন্ধিত সদস্যরা মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করতে পারবে।
কারো কন্টেন্টে মতামত ও রেটিং প্রদানের জন্য আপনাকে অবশ্যই শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হবে।
লগইন ও নিবন্ধন পাতার ঠিকানা https://www.teachers.gov.bd/user_login
ব্রাউজারের নতুন পাতায় লগইন করুন + নিবন্ধন করুন লেখা পাতাটি ওপেন হলে নিবন্ধন করুন লিংকটিতে ক্লিক করুন।
নিচের ছবির মত নিবন্ধন পাতাটি লক্ষ্য করুন।
নিবন্ধন ফরমের প্রথম আপনার নাম লিখুন।
দ্বিতীয় বক্সে আপনার ইমেইল আইডি ইংরেজীতে লিখুন।
এরপর ইংরেজী সংখ্যায় মোবাইল নম্বর লিখুন।
পাসওয়ার্ড বক্স দুটিতে একই পাসওয়ার্ড লিখুন (ছয় সংখ্যা বা উপরে)।
সবশেষে তথ্যগুলো ভালোভাবে দেখে নিয়ে, নিচের > আইকনে ক্লিক করে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করুন।
এরপর নতুন একটি পাতায় বিস্তারিত তথ্য পূরণের ফরম দেখতে পাবেন। এখানে আপনার নাম, পদবী, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্যগুলো পূরণ করে সবশেষে আপডেট লেখা বাটনটি ক্লিক করে প্রোফাইল সম্পন্ন করুন।
বিঃ দ্রঃ- নিবন্ধন ছকে অনেক তথ্য সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করতে হবে, আবার অনেক তথ্য লিখে পূরণ করতে হবে।
নিবন্ধন ছকের যে তথ্যগুলো আবশ্যিক তা বোঝাতে × চিহ্ন ব্যবহার করা হয়েছে।
সেরা কনটেন্ট নির্মাতা
শিক্ষক বাতায়ন