কিন্ডারগার্টেন খুলে পরীক্ষা, চার শিক্ষককে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি | ০৪ জুলাই, ২০২১

কুমিল্লার চান্দিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন খুলে পরীক্ষা নেওয়ায় চার শিক্ষককে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় ‘শাপলা কিন্ডার গার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট’ নামের স্কুলটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ স্কুল খোলা রেখে একই সঙ্গে ৬০ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করার অপরাধে চার শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় বিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে মুলচেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম ঐ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষেধাজ্ঞা অমান্য করায় শিক্ষকদের পক্ষ থেকে কিন্ডারগার্টেন সভাপতি তাজুল ইসলামের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।