অনলাইন ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে মাদরাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৪ এর ১ম ও ২য় পর্বের ফলাফল রোববার বেলা ১২টায় প্রকাশিত হয়েছে। ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd)।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বছর কামিল প্রথম পর্বের শিক্ষার্থী ছিল ১৮৫২৬ জন। চূড়ান্ত পরীক্ষায় ১৮ হাজার ৪০ জন অংশ নিয়ে ১৭ হাজার ৬৯১ জন পাস করে। পাসের হার ৯৮.০৭। এছাড়াও কামিল দ্বিতীয় পর্বের ১৪৮১৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৬৮০জন চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪৪৩৭ জন শিক্ষার্থী পাস করে। পাসের হার ৯৮.৩৪ জন।