নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এক হাজার ৪০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় ওই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫ বছর মেয়াদি এই প্রকল্পের কার্যকাল হবে জুলাই ২০১৬ থেকে জুন ২০২১। এ প্রকল্পের আওতায় কলেজ শিক্ষার মানোন্নয়নে ১৫ বছর অগ্রবর্তী কৌশলপত্র তৈরি, কলেজ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি-মহিলা-শহর-মফস্বল নির্বিশেষে নির্বাচিত কলেজগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ভার্চুয়াল ক্লাস রুম তৈরি, পাঠ্যক্রমসহ শিক্ষা সামগ্রীর আধুনিকীকরণ, শ্রেণি কক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি দুর্শিক্ষণের ব্যবস্থা, ৭০০ কলেজ অধ্যক্ষ ও ১৬ হাজার কলেজ শিক্ষক উচ্চতর পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ লাভ করবেন।
এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাউশি, নায়েম, এনটিআরসিএ ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগী প্রতিষ্ঠান নিয়ে একটি কন্সর্টিয়াম গঠিত হবে। এ প্রকল্প বাংলাদেশে কলেজ পর্যায়ের উচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটিকে একনেক অনুমোদন দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ একনেকের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।