কলেজে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু রোববার

কলেজে ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো কলেজে না পাওয়া শিক্ষার্থীদের চতুর্থ ধাপে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী রোববার (৮ অক্টোবর) থেকে। সোমবার রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।

কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী বুধবার রাত ৮টায় আবেদনের ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে হবে।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ অক্টোবর কলেজে ভর্তির সুযোগ পাবেন। অনলাইন ছাড়া ম্যানুয়ালি একাদশে ভর্তি করা হবে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।