কলেজে ছুটি ৭১ দিন, মাধ্যমিকে ৭৬ দিন আর প্রাথমিকে ৫৪ দিন, ফেসবুকে ব্যাপক প্রতিবাদ

Image

নিজস্ব প্রতিবেদক,২৯ ডিসেম্বর ২০২২:

২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি বেসরকারি হাই স্কুল, নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর হাই স্কুল-নিম্নমাধ্যমিক স্কুলে ছুটি ৭৬ দিন। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে স্কুলগুলোতে।

বৃহস্পতিবার হাই স্কুল ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষা চুড়ান্ত সাজেশন – গণিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করার পর ফেসবুকে নিন্দার ঝড় উঠে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম তার ফেসবুক পোষ্টে জানান

এদিকে প্রাথমিক বিদ্যালয়ে ছুটির ৫৪ দিন আর মাধ্যমিক বিদ্যালয়ে ৭১ দিন। কেন এই বৈষম্য আমার এ অধম মন জানতে চায়??? উর্ধ্বতন কর্তৃপক্ষ দয়া করে বিষয়টি ভেবে দেখুন প্লিজ।

সাবিনা ইয়াসমিন নামে একজন লিখেছেন আরে মাধ্যমিকেরা তো বড় এজন্য বেশি ছুটি আর প্রাথমিকেরা তো ছোট এজন্য কম ছুটি।

Screenshot 2022 12 29 at 21 37 28 4 Sarup Das Facebook

ফরিদ উদ্দিন ভুইয়া নামে একজন লেখেছেন ডিজিটালের কোপানলে পড়েছে!! অযোগ্যরাই!! যোগ্যতার আসনে বসলে যা হয়। এ বৈষম্যের অবসান চাই।

Screenshot 2022 12 29 at 21 37 54 4 Sarup Das Facebook

মোঃ শাহ আলম নামে একজন লিখেছেন ৫২ দিন হলে ভাষা আন্দোলনের সাথে মিলে যেত। দুই দিন কমিয়ে দিলে ভালো হতো। উচ্চ বিদ্যালয় ৭১ এর সাথেই থাকুক।

Screenshot 2022 12 29 at 21 39 14 4 Sarup Das Facebook

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।