মুন্সীগঞ্জে কলেজের ছাত্রবাস থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে সরকারি হরগঙ্গা কলেজের শহীদ জিয়া হলের দুইটি কক্ষে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত পাইপগান, একটি থ্রিনট থ্রি রাইফেলের ড্যাম, একটি এয়ারগান, তিনটি ম্যাগাজিন, ৯৬ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড কার্তুজের খোসা, পাইপগান তৈরির যন্ত্রাংশ, একটি খেলনা পিস্তল, দুটি চাইনিজ কুড়াল, নানা ধরনের সাতটি ছুরি, একটি হেক্সো ব্লেড, ৩৩ বোতল ফেনসিডিল।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ২০৫ ও ৪০৮ নম্বর কক্ষ থেকে এই অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় কক্ষ দুটি বন্ধ ছিল। জিজ্ঞেসাবাদের জন্য ছাত্রবাস থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন বহিরাগত। অপর তিনজন ছাত্র। তদন্তের স্বার্থে এখন এদের পরিচয় দেওয়া যাচ্ছে না।
হোস্টেল সুপার সহযোগী অধ্যাপক মো সিরাজুল ইসলাম জানান, ২০৫ ও ৪০২ নং কক্ষ দুটি ছাত্রলীগ নেতাদের দখলে থাকে। এই দুটি কক্ষ কারো নামে বরাদ্দ ছিল না। তবে ২০৫ নং কক্ষটি কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহাম্মেদ ও ৪০২ নং কক্ষটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের দখলে ছিল। তবে নিবির বিগত ডিগ্রি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করায় নিয়ম অনুযায়ী তিনি এখন আর এ কলেজের ছাত্র নন।