মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চার মাসে ৪০ জন গর্ভবতী নারীমারা যাওয়ার কারণে নারীদের দেরিতে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এই আহ্বান জানিয়েছে।
গত মে মাসে শ্রীলঙ্কায় প্রথম করোনা আক্রান্ত গর্ভবর্তী নারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়। মধ্য এপ্রিলে স্থানীয় নববর্ষ উদযাপন উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে চলছে।
হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেছেন, ‘সাধারণত বছরে ৯০ থেকে ১০০টি মাতৃমৃত্যু হয়ে থাকে। কিন্তু করোনার ৩য় ঢেউ শুরুর পর শুধুমাত্র কোভিডেই ৪১ গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।’
সরকারের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হর্ষ আতাপাত্তু জানিয়েছেন, তিনি নবদম্পতিসহ যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন করোনার এর ঝুঁকির কারণে তাদেরকে অন্তত ১ বছর দেরি করার আহ্বান জানাচ্ছেন।