কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের হল খুলছে ২৫ অক্টেবর

Image

মহামরি করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ২৫ অক্টোবর শিক্ষার্থীদের জন্য খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি হল অগ্নিবীণা ও দোলনচাঁপা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৭তম একডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অংশ নেওয়া শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির বিষয়ে নীতিমালা প্রণয়ণের কাজ চলছে। নীতিমালা প্রনয়ণ শেষে হল দুটি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, আগামী ২৫ অক্টোবরের পর থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সশরীরে শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাট করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।