কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৬ দিনের ছুটি ঘোষণা

Image

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী রবিবার থেকে এই ছুটি শুরু হবে। তবে ছুটি চলাকালে খোলা থাকবে আবাসিক হলগুলো।

আরো পড়ুন: নন-ক্যাডার বিধিমালা অনুমোদন, গেজেট শিগগির

রেজিস্ট্রার অফিস সূত্র থেকে জানা যায়, আগামী ১১ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৬ জুন পর্যন্ত।

ছুটি চলাকালীন সময়ে হলগুলো খোলা থাকবে কি না এ প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, এ ব্যাপারে এখনো চারটি হলের সম্মিলিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে আগামী ১৬ জুন পর্যন্ত খোলা থাকছে বঙ্গবন্ধু হল।

বঙ্গমাতা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া বলেন, অনেক শিক্ষার্থীর একাডেমিক পরীক্ষা এখনো চলমান থাকায় এখনি বন্ধ হচ্ছে না বঙ্গমাতা হল। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে হলটি খোলা থাকবে আগামী ১৭ জুন পর্যন্ত।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।