মো. মহিউদ্দিন আল আজাদ: হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনির আন্তরিক প্রচেষ্টায় ২০ দিন পর শিক্ষক ফিরে পেয়েছে সিএনজিতে ফেলে যাওয়া ৬ ভরি স্বর্ণ, ১ লাখ ১৯ হাজার টাকা ও একটি অপ্পো এফ-৯ মোবাইল সেট। শনিবার সন্ধ্যায় স্বর্ণ, টাকা ও মোবাইল সেট শাহাদাত হোসেনকে বুঝিয়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগির হোসেন রনিসহ থানার সকল কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সুধীজন।
থানা সূত্রে জানাযায়, জানান, গত ২৩ সেপ্টেম্বর ঢাকা বিএএফ শাহীন কলেজের শিক্ষক কালচোঁ উত্তর ইউনিয়নের খীলপাড়া পাটওয়ারী বাড়ীর মৃত মুসলিম পাটওয়ারীর ছেলে মো. শাহাদাত হোসেন তার স্ত্রীসহ ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর এসে চাঁদপুর থেকে সিএনজিতে হাজীগঞ্জ আসার পথে বলাখাল বাজারে নেমে যায়। এ সময় ভুলক্রমে সিএনজিতে শিক্ষকের স্ত্রীর ভ্যানেটি ব্যাগটি রয়ে যায়। ব্যাগে নগদ ১ লাখ ১৯ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও ১টি অপ্পো এফ-৯ মোবাইল সেট ছিল।
পরবর্তীতে তারা বাড়ীতে গিয়ে বুঝতে পারে সিএনজিতে তাদের ভ্যানিটি ব্যাগটি রয়েগেছে। কিন্তু সে সময়ে সিএনজি চালককে আর কোথায় পাওয়া যায়। এদিকে শাহাদাত হোসেন অনেক খোঁজাখুঁজি করেও সিএনজি চালককে না পেয়ে হাজীগঞ্জ থানায় ওই দিন সন্ধ্যায় একটি সাধারন ডায়েরী করেন।