ওএসডি হলেন সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

Image

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। সায়লা ফারজানার স্বামী মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আরো পড়ুন: জাতীয় সংগীত পরিবর্তন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পর পতনের পর সায়লা ফারজানা প্রথম অফিসে যান ১৩ আগস্ট। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী এই কর্মকর্তা অফিসে আসলে দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি অফিসে আসার কারণ জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভও প্রকাশ করতে থাকেন বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারী।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।