এ সপ্তাহে ৭০ হাজার শিক্ষক নিয়োগ

চতুর্থ গণবিজ্ঞপ্তি:

ডেস্ক রিপোর্ট,৪ ডিসেম্বর ২০২২: ৭০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেতে হবে। আছে আরও কিছু আইনি জটিলতা। সেসব নিরসন করে চলতি সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

আরো পড়ুনঃ শিক্ষকদের নিয়োগ-পদোন্নতি-বদলী নিয়ে মাউশির জরুরি বিজ্ঞপ্তি

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান দৈনিক শিক্ষা বার্তাকে বলেন, আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো বলে লক্ষ্য নির্ধারণ করেছি। আশা করছি জটিলতাগুলো কেটে যাবে। মন্ত্রণালয়ের অনুমতিও মিলবে।

এর আগে কর্মকর্তারা নভেম্বরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না মেলায় ও জটিলতা সৃষ্টি হওয়ায় তা হয়নি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।