‘এ’ দলের ভারত সফর ॥ সিরিজ জেতাই লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলে খেলেননি এমন ক্রিকেটার মাত্র একজন আছেন। তিনি সাকলায়েন সজিব। এছাড়া ভারত সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল যে ঘোষণা করা হয়েছে, ১৪ ক্রিকেটারই জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। এই দলটি ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বলেই আশা প্রকাশ করেছেন ভারত সফরের ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের সহ-অধিনায়ক নাসির হোসেন। সঙ্গে বলেছেন, ‘সিরিজ জেতার জন্যই খেলতে যাব।’
জাতীয় দলের ‘এলিট প্লেয়ারস কন্ডিশনিং ক্যাম্প’ পুরোদমে চলছে। সেই ক্যাম্পে আছেন ‘এ’ দলের ক্রিকেটাররাও। জিম, ব্যাটিং, বোলিং পুরোদমে করছেনও। বুধবার অনুশীলন শেষে নাসির জানালেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করছি। আমাদের দলটা খুব পরিপক্ব। দলের ১৪ ক্রিকেটারেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া ভারত ‘এ’ দলও শক্তিশালী হবে। সিরিজটা ভালই হবে আমাদের জন্য।’
হঠাৎ করেই বাংলাদেশ ‘এ’ দলকে ভারত সফরে যেতে হচ্ছে। ভারত সফরের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের সব ক্রিকেটারই ছিলেন অনুশীলন ক্যাম্পে। কেবল ম্যাচ খেলাই হচ্ছিল না। সেটিও হওয়ার পথে। ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচে খেলতে আগামী সপ্তাহেই ভারত যাবে জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ দলে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন মুমিনুল হক। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন দল কর্ণাটকের বিপক্ষেও একটি তিনদিনের ম্যাচ খেলবে মুমিনুলের দল। বাংলাদেশ ‘এ’ দল শক্তিশালী হওয়াতেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের আশা করছেন দলের সহ-অধিনায়ক নাসির। জেতার স্বপ্নও দেখছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।