ডেস্ক,২০ ফেব্রুয়ারী ২০২৩: এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত। ২৫ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ৫ জুন থেকে ১৫ জন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সোমবার এসএসসি ও দাখিল ভোকেলনাল পরীক্ষার সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
আরো পড়ুন: দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত দিনে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।