মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলার হাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। ২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ভেলার হাট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করে ভুক্তভোগি অভিভাবকেরা।
জানা যায়, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় সরকারের নিয়ম-নীতি উপেক্ষা করে শিক্ষকরা এসএসসি ফরম পুরণে তাদের মনমতো পরীক্ষার ফি আদায় করছেন। পরবর্তীতে অভিভাকরা বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে বৃহস্পতিবার অভিভাবকেরা সম্মিলিত হয়ে বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে জানতে গেলে শিক্ষকরা এর সদুত্তর না দিয়ে কৌশলে বিদ্যালয় ত্যাগ করে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ওমর ফারুক নামে বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানায় ২০৫০ টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে সে। কিন্তু বুধবার বিদ্যালয় থেকে জানানো হয় তার রেজিষ্ট্রেশন করা হয়েছে মানবিক বিভাগ থেকে এবং তাকে আরো ১৫০০ টাকা দিতে হবে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে তারা বাড়তি কোনো টাকা দিতে পারবে না। তাই তার পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।ভুক্তভোগী অভিভাবক মোহাম্মদ আলী জানান, আমার মেয়ের এসএসসি ফরম পুরণে ২৬০০ টাকা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরে জানতে পারি সরকার নির্ধারিত ফি অনেক কম। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আমার বাড়তি টাকা ফেরত চাই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয় থেকে ১১৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে। সকলের ফরম ফিলাপ হয়ে গেছে। ফরম ফিলাপে কত টাকা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ১৭০০-১৮০০ টাকা নেয়া হয়েছে। তবে বাড়তি টাকা নেয়ার বিষয়ে কোন সদুত্তর দেননি তিনি।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো প্রতিষ্ঠান বাড়তি টাকা নিয়ে থাকে তাহলে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।