সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি তাদের কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে দেবে। এই অধিদপ্তরে অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৮ জানুয়ারি।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: চাঁদপুর, মাগুরা, নড়াইল ও গোপালগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আরও পড়ুন:অভিজ্ঞতা ছাড়া ট্রাস্ট ব্যাংকে চাকরি
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠেফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।