বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১১
1. কয়লার প্রধান উপাদান কী?
ক. কার্বন খ. হাইড্রোকার্বন
গ. মিথেন ঘ. বিউটেন
2. বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
ক. ৪০% খ. ৭৫%
গ. ৯০% ঘ. ৯৯.৯৯%
3. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত ভাগ?
ক. ৩% খ. ৪%
গ. ৬% ঘ. ৭%
বিজ্ঞাপন
4. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে?
ক. ৫% খ. ১০%
গ. ১৩% ঘ. ২০%
5. অপরিশোধিত তেলকে (১৭০-২৭০) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনটি পাওয়া যায়?
ক. ন্যাপথা খ. ডিজেল
গ. পেট্রেল ঘ. কেরোসিন
6. নিচের কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন?
ক. সাইক্লোপ্রোপেন
খ. সাইক্লোবিউটেন
গ. সাইক্লোপ্রোপিন ঘ. প্রোপিন
7. অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি?
ক. CnH2n+2 খ. CnH2n
গ. CnH2n-2 ঘ. CnH2n+1
সঠিক উত্তর
অধ্যায় ১১: 1. ক 2. 3. ক 4. গ 5. খ 6. গ 7. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক
কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা